সংবাদ শিরোনাম ::
সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসমিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম-রিপন মাহমুদকে (৪২)। মঙ্গলবার রাতে পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার মাঠপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন মাহমুদ পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মাহমুদ শালগাড়িয়া মাঠপাড়া এলাকায় অবস্থান করছে। র্যাব পাবনা ক্যাম্পের একটি টিম স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রিপন মাহমুদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রিপন মাহমুদকে বুধবার (৫ জুন) পাবনা সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।