সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব প্রকাশ চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে এই রিটটি করেন। মঙ্গলবার (২ জুলাই) রিটের শুনানির জন্য দিন ধার্য করা হয়ছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে।
এ বিষয়ে রিটকারি আইনজীবী ছিলেন সুবীর নন্দী দাস বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) এই রিটের শুনানি হবে।