সমাবেশে হামলা, বিএনপি নেতা বুলবুলসহ আহত ৬
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
নাটোরে জেলা বিএনপির সমাবেশে হামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলো- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলু।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানিয়েছেন, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বুধবার (৩ জুলাই) সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিলো। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান এ বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।