সপ্তাহজুড়েই হতে পারি বৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
চলতি সপ্তাহজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও গরমের অনুভূতি থাকবে। একই সময়ে কোথাও বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
শনিবারের (২২ জুন) পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও ভারী বর্ষণ হতে পারে।
রোববারের (২৩ জুন) পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা,রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’ এক জায়গায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও ভারী বর্ষণ হতে পারে।
সোমবারের (২৪ জুন) দেশের কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের ভারী বর্ষণ হতে পারে। আর বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।