ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সংগ্রহকালে ইন্ডিপেন্ডেন্ট টিভির দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার 

 যশোর অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক (৪২) ও ক্যামেরাপার্সন শরীফ খান (৩৬)।

ওই সময় দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।

বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকায় ঘটেছে।

আহত জিয়াউল হক এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, কৃষ্ণনগর এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগ রয়েছে। তার ছেলে ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়া ফখরুল ইসলাম চাকরি পাওয়ার পর তাদের দাপট আরও বৃদ্ধি পায়। গত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করেন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে আজ বেলা দেড়টার দিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। 

জিয়াউল হক দাবি করেন, লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে একাধিক মামলার আসামি যশোর শহরের কাজীপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর এলাকার মান্দার আলীর ছেলে বিল্লাল হোসেন একই এলাকার রহমানসহ ৪/৫ জন। দুর্বৃত্তরা ওই সময় তাকে ও ক্যামেরাপারসন কিলঘুষি মেরে ফোলা জখম ও শরীফ খানকে মেরে রক্তাক্ত জখম এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ভেঙে দেয়। ওই সময় তারা তাদের ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়।

আহত দুইজনই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশি অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবাদ সংগ্রহকালে ইন্ডিপেন্ডেন্ট টিভির দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার 

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক (৪২) ও ক্যামেরাপার্সন শরীফ খান (৩৬)।

ওই সময় দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।

বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকায় ঘটেছে।

আহত জিয়াউল হক এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, কৃষ্ণনগর এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগ রয়েছে। তার ছেলে ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়া ফখরুল ইসলাম চাকরি পাওয়ার পর তাদের দাপট আরও বৃদ্ধি পায়। গত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করেন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে আজ বেলা দেড়টার দিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। 

জিয়াউল হক দাবি করেন, লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে একাধিক মামলার আসামি যশোর শহরের কাজীপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর এলাকার মান্দার আলীর ছেলে বিল্লাল হোসেন একই এলাকার রহমানসহ ৪/৫ জন। দুর্বৃত্তরা ওই সময় তাকে ও ক্যামেরাপারসন কিলঘুষি মেরে ফোলা জখম ও শরীফ খানকে মেরে রক্তাক্ত জখম এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ভেঙে দেয়। ওই সময় তারা তাদের ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়।

আহত দুইজনই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশি অভিযান চলছে।