সংবাদ শিরোনাম ::
শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শেরে বাংলার সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতারা এবং এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কাজী জাফর উল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।