শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না ফিনল্যান্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
ফিনল্যান্ড বিএনপির একটি প্রতিনিধিদল শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টায় হেলসিঙ্কিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। এতে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়ে আলোচনা হয়।
এই সাক্ষাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিতে ভারত থেকে ফিনল্যান্ডে আসছেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভুল বলে অভিহিত করেছেন ফিনিস পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত। ফিনল্যান্ড কখনোই গণতন্ত্র হত্যাকারী এবং মানবতাবাদের বিরোধিতাকারী একনায়ককে সহ্য করে না তাই ফিনল্যান্ড বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়ের দিবে না।
বৈঠকের শুরুতে ফিনল্যান্ড বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা বলেন, অরাজনৈতিক আন্দোলনকে দমন করতে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন সরকার দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা বাহিনী সারাদেশে গণহত্যা চালিয়ে সাম্প্রতিক দিনগুলোতে প্রায় সহাস্রাধিক নিরীহ মানুষকে হত্যা করে। ছাত্র-জনতার ক্ষোভের মুখে অবশেষে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান হাসিনা। । তাই কোনো অবস্থাতেই এই গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিনল্যান্ডে আশ্রয় দেওয়া সঠিক হবে না। শেখ হাসিনা যদি এখানে আশ্রয় পান, তাহলে বাংলাদেশে এমনকি গণতান্ত্রিক বিশ্বেও ফিনল্যান্ডের ভাবমূর্তি খর্ব হবে। উপরন্তু, এটি ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
বৈঠকে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন, ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিউম্যান রাইটস এমবাসাডর মিসেস টিনা জোর্তিক্কা-লাইতিনেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (হিউম্যান রাইটস) মিষ্টার এসকো মান্নিসতো, মিনিষ্ট্রি ফর ফরেন এফেয়ার্সের মহাপরিচালক (দক্ষিন এশিয়া) মিসেস আন্না কোক্কো সহ আরো দুইজন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা।
ফিনল্যান্ড বিএনপির প্রতিনিধি দলে ছিলে্ন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জামান সরকার, সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক গাজী সামছুল আলম, দলের প্রধান উপদেষ্টা আবদুর রশিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন।