ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এই ছুটি শুরু হবে। আর শেষ হবে ২৯ জুন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নোটিশ টানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানীর ঈদ উপলক্ষ্যে ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অর্থাৎ ১৭ দিন ছুটি থাকবে। ৩০ জুন অর্ধদিবস ক্লাস হবে। পূর্ণদিবস ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। তবে এবার কোরবানীর ছুটির সাথে সমন্বয় করে দেয়া হয়েছে। চলতি বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার (১৩ জুন) শুরু হবে তাই আপাতত ঈদের ছুটির সাথে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ দিন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এই ছুটি শুরু হবে। আর শেষ হবে ২৯ জুন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নোটিশ টানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানীর ঈদ উপলক্ষ্যে ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অর্থাৎ ১৭ দিন ছুটি থাকবে। ৩০ জুন অর্ধদিবস ক্লাস হবে। পূর্ণদিবস ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। তবে এবার কোরবানীর ছুটির সাথে সমন্বয় করে দেয়া হয়েছে। চলতি বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার (১৩ জুন) শুরু হবে তাই আপাতত ঈদের ছুটির সাথে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেয়া হবে।