শিক্ষক আন্দোলনে অচল ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন চলছে। এই আন্দোলন একযোগে পালন করছে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়। ফলে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।
সোমবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় শিক্ষকদের চলমান কর্মসূচি। প্রসাশনিক ভবন থেকে মিছিল বের করা হয়। এরপর মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ রেখে পূর্বের ন্যায় চালু রাখাসহ ৩ দফা দাবিতে তাদের সর্বাত্মক আন্দোলনে অচল পড়েছে উচ্চশিক্ষা কার্যক্রম। শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, মিলনায়তন সবখানেই গত ৮দিন ধরে তালা ঝুলছে। এর ফলে অচল হয়ে পড়েছে পাবলিক বিশ্বিবিদ্যালযের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।