শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি নেতা শরফি উদ্দিনের শুভেচ্ছা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে আমি গোদাগাড়ী ও তানোরসহ সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
শরিফ উদ্দিন বলেন, দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এ উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনও ধর্মীয় উৎসবই সা¤প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।’
তিনি বলেন, ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এটি শাশ্বত সর্বজনীন উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।