শরণখোলায় গৃহবধূর মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
শরণখোলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) রাত ১১টার দিকে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক ট্যাবলয়েড খেয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করে বলে জানাগেছে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ এ.ইচ.এম কামরুজ্জামান জানান, উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসি রুমন মীর এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে স্ত্রী হামিদা বেগমের সাথে পরকিয়ার বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে শুক্রবার রাতে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে মালিয়া রাজাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।