ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সংঘর্ষে কলেজছাত্রসহ ৮ জন নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


অসহযোগ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক কলেজছাত্রসহ ৮ জন নিহত হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সোহেল রানা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহত এক কলেজছাত্রের নাম সাদ আল আফনান। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। বাকি ৭ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানাল পুলিশ।

নিহত আফনানের মামা হারুনুর রশিদ বলেন, আফনানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাথায় গুলি করে ও পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালীতে নেওয়ার পথে বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। আহত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লক্ষ্মীপুরে সংঘর্ষে কলেজছাত্রসহ ৮ জন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪


অসহযোগ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক কলেজছাত্রসহ ৮ জন নিহত হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সোহেল রানা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহত এক কলেজছাত্রের নাম সাদ আল আফনান। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। বাকি ৭ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানাল পুলিশ।

নিহত আফনানের মামা হারুনুর রশিদ বলেন, আফনানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাথায় গুলি করে ও পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালীতে নেওয়ার পথে বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। আহত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।