সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
জন্ম-মৃতু নিবন্ধন আনবে দেশে সুশাসন এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৬ অক্টোবর (রোববার) জাতীয় জন্ম-মৃত্যু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। লক্ষ্মীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পদ্মা সেন,সদর উপজেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন,ইউপি সচিব নুরুল হুদা, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব ও উদ্যোক্তবৃন্দ উপস্থিত ছিলেন।