‘রেমাল’ আঘাত হানতে পারে রোববার
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। যা শনিবার (২৫মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম হবে ‘রেমাল’। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। রোববার (২৬ মে) ঘূর্ণিঝড়টি সুন্দরবনের দিকে আঘাত হানতে পারে।
অন্যদিকে, শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা ৬য় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে,মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলেঅ।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
নিম্নচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম,মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।