ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়ামনিকে নিয়ে রাজশাহীতে হিরো আলম

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই প্রথমবার রাজশাহীর বাঘায় এলেন ইউটিউব এর আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। ঈদ মেলায় অনুষ্ঠিত “ ‘দি নিউ গোল্ড সার্কাস’ এ অভিনয়র জন্য তিনি এবং তার স্ত্রী রিয়ামনি এখানে আসেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তাদের দেখতে হাজার-হাজার মানুষের ঢল নেমেছে বাঘার ঈদ মেলায়।

রাজশাহীর ঐতিহ্যবাহী ও পুরাকৃর্তি সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রসিদ্ধ বাঘায় ঈদ মেলার ঐতিহ্য প্রায় ৫০০ বছরের। মেলাকে ঘিরে আয়োজন করা হয়, সার্কাস , নাগরদোলা, রাডার, মৃত্যুক‚প মোটর সাইকেল ও প্রাইভেটকার খেলা। এর কমতি নেই এবারও। তবে এবারের মেলার বাড়তি আকর্ষণ ছিলো হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ‘দি নিউ গোল্ড সার্কাস’ প্যান্ডেলে গিয়ে দেখা যায়, হিরো আলম অভিনয় করছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন , আমি গরিবের বন্ধু হিরো আলম, বড়লোকদের লাগায় মলম। আমি আলম থেকে হিরো আলম হয়েছি। এ জন্য আমাকে লড়াই সংগ্রাম করতে হয়েছে।

বাঘা মাজার পরিচালনা কমিটির মত্তোয়াল্লী খন্দকার মুনসুরুল ইসলাম জানান, ঈদ মেলার জৌলুস প্রতি বছরই বাড়ছে। বাড়ছে লোক সমাগম। মূলত: বছরের এই সময়টির জন্য অত্র এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন সারা বছর। মেলা দেখতে আসেন পর্যটকরাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিয়ামনিকে নিয়ে রাজশাহীতে হিরো আলম

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এই প্রথমবার রাজশাহীর বাঘায় এলেন ইউটিউব এর আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। ঈদ মেলায় অনুষ্ঠিত “ ‘দি নিউ গোল্ড সার্কাস’ এ অভিনয়র জন্য তিনি এবং তার স্ত্রী রিয়ামনি এখানে আসেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তাদের দেখতে হাজার-হাজার মানুষের ঢল নেমেছে বাঘার ঈদ মেলায়।

রাজশাহীর ঐতিহ্যবাহী ও পুরাকৃর্তি সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রসিদ্ধ বাঘায় ঈদ মেলার ঐতিহ্য প্রায় ৫০০ বছরের। মেলাকে ঘিরে আয়োজন করা হয়, সার্কাস , নাগরদোলা, রাডার, মৃত্যুক‚প মোটর সাইকেল ও প্রাইভেটকার খেলা। এর কমতি নেই এবারও। তবে এবারের মেলার বাড়তি আকর্ষণ ছিলো হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ‘দি নিউ গোল্ড সার্কাস’ প্যান্ডেলে গিয়ে দেখা যায়, হিরো আলম অভিনয় করছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন , আমি গরিবের বন্ধু হিরো আলম, বড়লোকদের লাগায় মলম। আমি আলম থেকে হিরো আলম হয়েছি। এ জন্য আমাকে লড়াই সংগ্রাম করতে হয়েছে।

বাঘা মাজার পরিচালনা কমিটির মত্তোয়াল্লী খন্দকার মুনসুরুল ইসলাম জানান, ঈদ মেলার জৌলুস প্রতি বছরই বাড়ছে। বাড়ছে লোক সমাগম। মূলত: বছরের এই সময়টির জন্য অত্র এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন সারা বছর। মেলা দেখতে আসেন পর্যটকরাও।