রাজবাড়ীতে দূর্গাপুজা শুরুর আগেই প্রতিমা ভাংচুর
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার বাস মালিক গ্রুপ অফিসের পাশের সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপে কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। যে বিষয়টি সোস্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
বুূধবার (৯ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মণ্ডপের সামনে থাকা কাপড় সরালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি তার চোখে পড়ে। মণ্ডপে থাকা দুর্গা, সরস্বতী, লক্ষী, কার্তিক ও গণেশের মাথা খুচিয়ে ভেঙে ফেলা হয়েছে বলে জানায়। পরে প্রতিমার ভাঙা অংশগুলো মেরামত করে ঠিক করেন প্রতিমা শিল্পীরা।
কিন্তু প্রতিমা ভাংচুর মেরামত করে ঠিক করার আগেই সোস্যাল মিডিয়া ফেসবুক তা ভাইরাল হয়ে যায়।
প্রতিমা ভাংচুরের ব্যাপারে সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি
এই পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কিন্তু পুজামন্ডপে উপস্থিত প্রতিবাদ করেন নাগরিক
কমিটি সভাপতি জ্যোতি শংকর ঝন্টু। কমিটির সদস্য, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন সরকারসহ, কমিটির অনেক নেতাকর্মী।
ওইসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল এধরণের ঘটনা ঘটিয়ে এ সম্পদায়ের মানুষকে ভীত করার চেষ্টা করে। এর আগেও দাদসী ইউনিয়নের পালপাড়ায় একই রকম ঘটনা ঘটেছে। এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পুলিশের কাছে দাবি জানান, এই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়।
একই বিষয় নিয়ে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাসের সাথে কথা বললে, তিনি জানান ভাংচুরের ব্যাপারে আমাদেরকে জানানো হয়নি। এছাড়াও এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করেনি।