রাঙ্গামাটিতে ইফা’র নবাগত উপ-পরিচালকের বরণ অনুষ্ঠান
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ে নতুন উপ পরিচালক হিসাবে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী যোগদান করায় বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২০ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির হল রুমে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে নবাগত উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইকবাল বাহার বলেন, আপনারা একজন যোগ্য উপ পরিচালক কে হারিয়েছেন। আশরাফুজ্জামান স্যার একজন ভালো মনের মানুষ। আপনারা আগেও আমাকে যেভাবে সহযোগীতা করেছেন। এখনও সহযোগীতা করবেন। আপনাদের সহযোগীতায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কে আমরা এক উন্নত অবস্থানে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, নবাগত উপ পরিচালক ইকবাল বাহার চৌধরী চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক পদ হতে রোববার সকালে রাঙামাটির উপ পরিচালক হিসেবে যোগদান করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের বিদায়ি উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী হাসান ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের বিদায়ি মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মো. বখতেয়ার হোসেন, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, আল্লামা মুহম্মদ আব্দুল বাসিত খান, মাও মিরাজ উদ্দিন সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলাম প্রিয় অনেক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বরণ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরী।