ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বললেন ড. দেবপ্রিয়

যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিতে হবে

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ও অর্থনৈতিক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের ভেতরে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিতে হবে। যদি দৃশ্যমান শাস্তি না হয় আগামী দিনে দুর্নীতি বন্ধ করার যে নীতিগতভাবে নজরদারির কথা বলছি সেটা সম্ভব হবে না।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহীতে অন্তর্র্বতীকালীন সরকার কর্তৃক গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানিতে তিনি এ কথা বলেন।

এ সময় ড. দেবপ্রিয় বলেন, যাদের আইন প্রণয়ন করার কথা তারা দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। যাদের আইনের সুরক্ষা দেওয়ার কথা তারাও দুর্নীতিতে হয়েছে। এ ছাড়া যারা আইনকে প্রয়োগ করার কথা তারাও দুর্নীতিতে জড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। আমরা যদি দুর্নীতি দূর করতে না পারি তাহলে অনেক সম্ভাবনাই কার্যকরী হবে না।

জনশুনানিতে উপস্থিত ছিলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং সিপিডির সিনিয়র ফেলো তৌফিকুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন ড. দেবপ্রিয়

যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ও অর্থনৈতিক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের ভেতরে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিতে হবে। যদি দৃশ্যমান শাস্তি না হয় আগামী দিনে দুর্নীতি বন্ধ করার যে নীতিগতভাবে নজরদারির কথা বলছি সেটা সম্ভব হবে না।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহীতে অন্তর্র্বতীকালীন সরকার কর্তৃক গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানিতে তিনি এ কথা বলেন।

এ সময় ড. দেবপ্রিয় বলেন, যাদের আইন প্রণয়ন করার কথা তারা দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। যাদের আইনের সুরক্ষা দেওয়ার কথা তারাও দুর্নীতিতে হয়েছে। এ ছাড়া যারা আইনকে প্রয়োগ করার কথা তারাও দুর্নীতিতে জড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। আমরা যদি দুর্নীতি দূর করতে না পারি তাহলে অনেক সম্ভাবনাই কার্যকরী হবে না।

জনশুনানিতে উপস্থিত ছিলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং সিপিডির সিনিয়র ফেলো তৌফিকুল ইসলাম খান।