সংবাদ শিরোনাম ::
যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষ, হোমিও চিকিৎসকসহ নিহত ২
খুলনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মুন্সী পারভেজ হাসান এর সত্যততা নিশ্চিত করে জানান, রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে সাতক্ষীরা যাচ্ছিলো প্রাইভেট কার। মেছাঘোনা এলাকায় মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার ও বাস ছিটকে পড়ে। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়। এর একজন সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোহন লাল (৪০)।
তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।