সংবাদ শিরোনাম ::
যাত্রীবাহী বাস উল্টে নদীতে, নিহত ২৫
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। পেরুর স্থানীয় কর্মকর্তারা এর সত্যতা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
কাজামারকা অঞ্চলের প্রাদেশিক প্রসিকিউটর ওলগা বোবাডিলা জানিয়েছেন, রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বাসটি সেলেনডিন থেকে সোরোচুকো শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটি উল্টে নদীতে পড়ে যায়। এ ঘটনয় দেশটির সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।
পেরুতে প্রায়ই ঘটছে বাস দুর্ঘটনা। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
গত বছর, এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে।