যশোর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষকে মারধর, আটক ২
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে মারধর, প্রতিষ্ঠানে লুটপাট ও তান্ডব চালিয়ে অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করার ঘটনায় দুই জনকে আটক করছে পুলিশ। শনিবার (৫ অক্টোর) রাত ১টার দিকে কোতোয়লী থানার সেকেন্ড অফিসার তারেক নাহিয়ান অভিযান চালিয়ে হাবিবুর রহমান হবি ও ডা. আব্দুল্লাহ আল বাকিকে আটক করে।
রাতে যশোর কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক প্রতিবেদককে বলেন, যশোর হোমিওপ্যাথ কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারপিট প্রতিষ্ঠানের তছনছ এবং সাদা কাগজে স্বাক্ষর করে নেওয়ার ঘটনায় হবিবুর রহমান হবি ও আব্দুল্লাহ আল বাকীকে আটক করেছে পুলিশ । এ ঘটনায় সাথে যারা জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান অভিযোগ, কলেজে পরীক্ষার জন্য ফরম ফিলাপ চলছিল। সময় প্রতিষ্ঠানটির পিছনের বাড়ি বসবাস করে হবিবুর রহমান হবির নেতৃত্বে ১৬-১৭ জন দুর্বৃত্ত্ব আমার কক্ষে ঢুকে পড়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা এসেই এলোপাাতাড়ি ভাবে আমাকে চড়, লাঠি, ঘুসি দিতে থাকে। এ সময় আমার পকেটে থাকা মানিব্যাগ মোবাইল হাতিয়া নেয়। একটি সাদা কাগজের জোর করে স্বাক্ষর নেয়। পূর্ব শত্রুতায় আমার প্রতিষ্ঠানের শিক্ষক ডাক্তার আব্দুল্লাহ আল বাকী, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও ডাক্তার আবুল হাসেম আমাকে মারপিটে করিয়েছে । ওই তিনজন শিক্ষকের সাথে আমার পূর্ব থেকে শত্রুতা ছিল।