সংবাদ শিরোনাম ::
যশোরে ৬ কেজি গাজাসহ মাদক ব্যাবসয়ি আটক
যশোর অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
যশোরের ৬ কেজি গাজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্্যাব- ৬। বুধবার (৯ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আবেদ আলী (৬০) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ (ক্রফোর্ড নগর)গ্রামের মৃত আতাহার মন্ডলের ছেলে।
যশোর র্্যাব-৬ য়ের কোম্পানি অধিনায়ক মো. রাসেল জানান, র্্যাবের কাছে গোপন খবর ছিল মাদক (গাঁজা) একটি বড় চালান হাত বদল হবে। উপশহর শিশু হাসপাতালের সামনে র্্যাব হাজির হলে সেখান থেকে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ আবেদ আলিকে আটক করা হয়। আটক আবেদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যাভস্থা নেওয়া হচ্ছে।