যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
রোববার (২৫ আগষ্ট) সকালে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোক চলাকালে তাদের চাকুরি স্থায়ী করনের দাবীতে নানা ভাবে শ্লোগান দেয় আনসার সদস্যরা।
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুই শতাধিক আনসার সদস্য মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার’ বলে স্লোগান দেন।
আন্দোলনরত আনসার সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আনসার সদস্যরা বৈষম্যের শিকার। নামমাত্র অনিয়মিত বেতনে তারা মানবেতর জীবনযাপন করে আসছেন। এ অবস্থা থেকে উত্তরণে আনসার বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মবিরতির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।