সংবাদ শিরোনাম ::
মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জেরিন পারভীন (১০) ওই গ্রামের জোবায়ের ইসলামের মেয়ে । সে চাটখুঁর আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী জানান, পারভীন বুধবার সন্ধ্যায় বৈদ্যুতিক বোর্ডে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।