মেট্রোরেলে নিয়ম না মানলে গ্রেপ্তার হতে পারেন যাত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
মেট্রোরেলের নিয়ম না মানলে গ্রেপ্তার হতে পারেন যাত্রীরা। রমজানের পরে এমন সিদ্ধান্ত নিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে ঘুড়ি ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। এ কথা বলেছেন, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
এর আগে ১৯ মার্চ (মঙ্গলবার) বিকেলে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। ওই সময় মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীদের ঢল ছিল। ট্রেন বন্ধ হওয়ায় বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, কারিগরি ত্রুটি জন্য বন্ধ ছিল না, যাত্রীদের বিশৃঙ্খলার কারণে মেট্রোরেল বন্ধ ছিল। কিছু যাত্রী অন্যদের দরজা থেকে সরাতে চেষ্টা করেন। তারা সরেননি।
তিনি আরও বলেন, সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম-২ এ উত্তরাগামী ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীর প্রচরি চাপ ছিল। কিছু যাত্রী ট্রেনে উঠতে প্ল্যাটফর্মের দরজা আটকে দাঁড়ান। এ কারণে দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। দরজা স্বয়ংক্রিয়ভাবে তিনবার বন্ধ হওয়ার চেষ্টা করে। প্রতিবন্ধকতা থাকলে দরজা বন্ধ হয় না। দরজা খোলা থাকলে মেট্রোরেল চলে না। এ জন্যই মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ ছিল।