মান্দায় কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ১নং ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সোহরাব হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক সুলতান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য ফজলুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মলয় কুমার ঘোষ, যুগ্ন আহবায়ক শাহীনুর রহমান, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক রনি ইসলাম সহ অনেকে।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে সোহরাব হোসেন সভাপতি, ফজের আলী সাধারণ সম্পাদক, জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হন।