মাধবপুর পৌরসভায় নিয়োগে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে পৌরসভায় নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ পরীক্ষা, ফলাফল বাতিল ও পুনরায় নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট পদের পরিক্ষার্থীরা। বুধবার (২৯ মে) বিকেলে মাধবপুর পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করলো ওমান
মানববন্ধনে পরিক্ষার্থী মো. ফয়সাল মিয়া বলেন, মাধবপুরে পৌরসভায় নিয়োগ পরীক্ষায় প্রবেশ পত্রে শনিবার (২৫ মে) সকাল ১০ টা পরিক্ষা হওয়ার কথা উল্লেখ ছিলো। কিন্তু তারা পরিক্ষা নেন বেলা ১১টায়।
আরও পড়ুন : এমপি আনার হত্যার রহস্য ঘনাচ্ছে, নেপালে নজর সিআইডির!
অপর এক পরিক্ষার্থী পাখি বেগম বলেন, সকাল ১০টার পরীক্ষা ১১টায় সময় নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল বিকাল ৪টায় দেওয়ার কথা থাকলেও গড়িমসি করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ইউএনও অফিসের একজন স্টাফ বলেন, ২০৪ রোল সিপন মিয়া নামের একজন পরিক্ষার্থী থাকবে আর বাকীরা চলে যান।
মানববন্ধন বিষয়ে জানতে চাইলে মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, ভালো কাজের বিরুদ্ধে দুষ্ট চক্র লেগে থাকে। সৎ কাজে বাধা, এগুলো মানুষ উৎসাহিত হইয়া করে, আসলে এটা সঠিক না।