মাধবপুর দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর বাজারের দু;টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মে) রাতে নাসিরনগর রোডে ফজলুর রহমান ষ্টোর ও মোদকপট্টি মেসার্স সুভাস রায় ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আলমগীর কবির জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমান ষ্টোর বন্ধ করে মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি চলে যায়। বুধবার (২৯ মে) সকালে দোকানে এসে দেখা যায় সার্টার খোলা। মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা নগদ টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫াঁচ লাখ টাকার সিগারেট নিয়ে যায়।
একইদিন মোদকপট্টির মেসার্স সুভাস রায়ের দোকানে চুরি সংঘটিত হয়। বাজারে পাহারাদার থাকা স্বত্বেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান (পিপিএম) এ বিষয়ে জানান, চুরির হওয়ার খবর পাওয়ার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজের ভিডিও সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।