মাদারীপুরে শেখ হাসিনা-শাজাহান খানের বিরুদ্ধে হত্যা মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনে মাদারীপুরে তাওহীদ সন্নামাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন। এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে মামলাটি দায়ের করা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় তাওহীদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।