ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
ভারতেকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আসরে অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয়।
রোববার (১০ মার্চ) নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারত অনূর্ধ্ব-১৬ নারী দলের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে জয় তোলে সাইফুল বারী টিটুর চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।
শিরোপা নির্ধারণী মঞ্চে চার মিনিটের মধ্যে আনুশকা কুমারীর গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর ৭০ মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ, গোল আনেন মরিয়ম বিনতে হান্না। সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ম্যাচ গড়ায় টাইব্রেকার পরীক্ষায়।
টাইব্রেকারে শুরুতে শট নেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। তার শট ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক। আলপি আক্তারের তৃতীয় শটটিও ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক। বাংলাদেশের হয়ে থুইনুই মারমা, সাথি মান্দা ও মরিয়ম গোল করলে। অন্যদিকে টাইব্রেকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেন। ৩-২ গোলে জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে লাল-সবুজের দল।