ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বিস্ফোরণ ও ভাঙচুরের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরী-(৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দুপুরে চম্পকনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে করা হয়।
এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারণাসহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল।সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে মির্জাপুরে উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছামাত্র ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। এসময় কেরোসিন ও পেট্রল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের জিপসহ ২টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনারয় ২৭ আগস্ট দুপুরে এস এম রাষ্টু নামে এক ব্যক্তি বাদি হয়ে বিজয়নগর থানায় মামলা করেন।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ.শহীদুল ইসলাম বলেন,২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।