সংবাদ শিরোনাম ::
ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার কামালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-নাফিজা মোবারক মাদিহা (৭) ও মো. ওমর (৫)। মঙ্গলবার (২১ মে) দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার (২১ মে) পুকুর ঘাটে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু ওমর। এ সময় ভাইকে বাঁচাাতে নাফিজাও পানিতে নামে। এতে দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুই সন্তানকে হারিয়ে তাদের মা-বাবাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একসাথে দুই সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
ভবানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল হাসান রণি জানান, একসাথে দুই সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক।