বোনের বাড়ি থেকে ফেরার পথে পিষে দিলো ট্রাক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীর দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পুটকিয়া নামক স্থানে সাইকেল আরোহীকে পেছন থেকে ট্রাক পিষে দিলে ঘটনাস্থলেই মারা যায় সাইফুল ইসলাম(৩০)। ট্রাক চালক তেলের পাম্পে ট্রাক রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে পুটকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিনাজপুর থেকে মাল বোঝাই একটি ট্রাক বিরামপুরে যাচ্ছিল। উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পুটকিয়া নামক স্থানে পৌঁছলে একই দিকে যাওয়া বাইসাইকেল আরোহী সাইফুল ইসলামকে মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-১৬২৭) পেছন থেকে পিষ্ট করে দেয়। ফলে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হয়।ঘাতক ট্রাকটি অদূরেই এলিট পাম্পে রেখে চালক হেলপার পালিয়ে যায়।
নিহত সাইফুল ইসলামের বাড়ি পার্বতীপুর উপজেলার দক্ষিণ মরনাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।নিহতের পিতা আমিনুল ইসলাম জানান, আমার ছেলে আজ সকালে পাশের সহরা গ্রামে তার বেনের বাসায় বেড়াতে যায়। বাইসাইকেল যোগে সন্ধ্যার আগে বাড়ি ফেরার পথে বেপোরোয়া ট্রাক মেরে দিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজার রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পুটকিয়া নামক স্থানে পৌঁছলে বাইসাইকেল আরোহী সাইফুল ইসলামকে মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-১৬২৭) পেছন থেকে পিষ্ট করে দেয়। ফলে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হয়।ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।