সংবাদ শিরোনাম ::
বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
তাপমাত্রা ক্রমেই বাড়ছে। তবে বৈশাখের শুরুতে সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে, দুই-তিন দিন পর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস এমন তথ্য দিয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, আগামী পাঁচদিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে তাপমাত্রাও বাড়বে।চলতি মাসের ১৫ থেকে ১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলমান থাকতে পারে।
১৪ এপ্রিল (রোববার) পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বৈশাখের শুরুতেই সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলবে। এরপর ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।