ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেনজীরের সাভানা রিসোর্টে ক্রোক বিজ্ঞপ্তি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’ নিয়ন্ত্রণে নেয়ার পর আদালতের নির্দেশে সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পার্কের ফটকে ক্রোক বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে দুদক। যেখানে পার্কের মালামাল লিপিবদ্ধ করা হয়েছে।

এর দু’দিন আগে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন পার্কটির নিয়ন্ত্রণ নেয়। সোমবার (১০ জুন) বেলা ১১টা থেকে রিসিভাররা দায়িত্ব বুঝে নেন। এ তথ্য জানিয়েছেন দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

এরপর সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিনিধিদল পার্কটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, দুদক গোপালগঞ্জের উপপরিচালক মো. মশিউর রহমান, সদর ইউ্এনও মোহসিন উদ্দীনসহ কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ জুন সকাল থেকে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন পার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখন থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়কালীন গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে প্রায় ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনজীরের সাভানা রিসোর্টে ক্রোক বিজ্ঞপ্তি

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’ নিয়ন্ত্রণে নেয়ার পর আদালতের নির্দেশে সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পার্কের ফটকে ক্রোক বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে দুদক। যেখানে পার্কের মালামাল লিপিবদ্ধ করা হয়েছে।

এর দু’দিন আগে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন পার্কটির নিয়ন্ত্রণ নেয়। সোমবার (১০ জুন) বেলা ১১টা থেকে রিসিভাররা দায়িত্ব বুঝে নেন। এ তথ্য জানিয়েছেন দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

এরপর সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিনিধিদল পার্কটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, দুদক গোপালগঞ্জের উপপরিচালক মো. মশিউর রহমান, সদর ইউ্এনও মোহসিন উদ্দীনসহ কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ জুন সকাল থেকে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন পার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখন থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়কালীন গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে প্রায় ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।