বুয়েটে ছাত্ররাজনীতি চলতে বাধা নেই: জানালেন হাইকোর্ট

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে করা বিজ্ঞপ্তি স্থগিত করে দিলেন হাইকোর্ট। এর ফলে বুয়েটে ছাত্ররাজনীতি চলতে আর কোন বাধা রইল না। সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি।
২০১৯ সালে তৎকালীন ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করেন। এদিকে, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিসহ ৫ দফা দাবিতে গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীসহ ছয়জনের স্থায়ী বহিষ্কার দাবি করে আসছে তারা। এরমধ্যে ইমতিয়াজের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।