বিজিবি’র অভিযানে ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার থেকে পরিত্যক্ত অবস্থায় ০২টি বস্তা থেকে ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় জানায়, শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২ টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপি এলাকার দায়িত্বপূর্ন সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের পাগলা নদীর পাড় এলাকায় ভারতীয় চোরাকারবারীরা দু’টি বস্তা কলা গাছের ভেলাযোগে ভারতের ভিতর থেকে পাগলা নদীতে ভাসিয়ে দেয়। পরে তা বাংলাদেশে ভিতরে প্রবেশ করলে বিজিবি টহলদল তা দেখতে পেয়ে বস্তা দু’টি উদ্ধার করে। টহলদল বস্তা দু’টি খুলে বস্তার ভিতর হতে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় জমা করা হয়।
৫৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
উদ্ধারকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় জমা করা হয়।