বিএনপির সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান জয়
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
বিএনপির সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় । বৃহস্পতিবার( ৮ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি ।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয় । খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধপরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন, সেটির প্রশংসা করছেন তিনি ।
জয় বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই । তার এই বক্তব্যে আমি খুশি । আমরা অতীত ভুলে যাই । আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি । আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক ।
গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সাথে কাজ করতে ইচ্ছুক জানিয়ে জয় বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সাথে কাজ করতে চাই । আমরা তাদের সাথে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে ।
জয় বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি । আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি । আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি । তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে । আর আমরা সবসময়ই আপস করার উপায়ও খুঁজে বের করতে পারি ।
চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয় । বলেন, আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে । আমি আশাবাদী, ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে । তা না হলেও আমরা বিরোধী দলে থাকব । যেটাই হোক, তাতেই আমরা সন্তুষ্ট ।
শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন, মা( শেখ হাসিনা) তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনই । এখন দল যদি আমাকে( প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে) চায়, অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখব ।
জয় বলেন, রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না । আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না । আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না ।