বাসচাপায় নারী নিহতের জেরে বাসে আগুন
- সংবাদ প্রকাশের সময় : ১১:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের বোর্ড বাজারে বাসচাপায় এক নারী নিহতে জেরে উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি বোর্ড বাজার পৌঁছলে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়। পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে। কিন্তু ধীর গতি রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।