বাগেরহাটে ৫৯ মন্ডপে তারেক রহমানের অনুদান
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বাগেরহাটে শারদীয় দুর্গোৎসবে রামপাল-মোংলার ৫৯টি পূজা মন্দির পরিদর্শন করে বিএনপির সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান প্রদান করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।
গত দুদিন ধরে রামপালের ৩৭টি ও মোংলার ২২টি শারদীয় দূর্গোপূজা মন্ডপ পরিদর্শন হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দসহ পূর্ণার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রামপাল-মোংলায় শারদীয় দূর্গা পূজা মন্ডপে পরির্দশন কালে বিএনপি নেতা ড. শেখ ফরিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের অনুদানসহ বার্ত পৌছে দিতে আপনাদের কাছে এসেছি। তিনি বলেছেন দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। শারদীয় দূর্গোৎসবসহ নির্দিধায় আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করছেন।
এসময়ে রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোংলা উপজেলা বিএনপি নেতা স, ম ফরিদ উদ্দিন, পৌর বিএনপির নেতা আবু হুসাইন পনি, যুবদলের সাবেক সভাপতিহ মাহাবুবুর রহমান মানিক, জিয়াউর রহমান হিরন উপস্থিত ছিলেন।