সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে ৫৯৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু
বাগেরহাট অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাগেরহাটের ৫৯৭টি মন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ৪ সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশকে নিয়ে স্বামী বাড়ি থেকে মর্তলোকে বাবার বাড়িতে আগমন করেছেন দেবি দুর্গা।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকেই জেলার পূজা মন্ডপ গুলোতে নানা রকম ফুল, ফল ও ধূপ ও প্রদীপ জালিয়ে শুরু হয় চন্ডীপাঠ ও চন্ডীপূজা। এ বছর বাগেরহাটের চিতলমারী উপজেলার গরীবপুর ড়ুামে ১৫১টি প্রতিমা নিয়ে আয়োজন করা হয়েছে সব থেকে বড় দূর্গাপূজার।
এদকে বাগেরহাটের প্রতিটি পূজামন্ডপে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। সব পূজামন্ডপে আনসার নিয়োগের পাশাপাশি সেনাবাহিনী টহল দিবেন। প্রতিটি পূজামন্ডপের জন্য টহল পুলিশ ও মোবাইল টিম থাকবে। সার্বক্ষণিক টহল পুলিশ ব্যবস্থাও জোরদার করা হয়েছে।