বরিশালে পিছিয়ে ছেলেরা, এগিয়ে মেয়েরা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বিনা পরীক্ষায়ও বরিশাল শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফলে আশাহত হয়েছে অভিভাবক মহল। এবারের এইচএসসিতে অংশগ্রহনকারী ৩৪২ কলেজের ৬৬ হাজার ৮৭ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৮১.৮৫ ভাগ উত্তীর্ণ হলেও জিপিএ-৫ নিয়ে কৃতকার্যের সংখ্যা ৪ হাজার ১৬৭ বা ৬.৩১% ভাগ।
গত বছরের চেয়ে সংখ্যায় ১৭৪ জন বেশী হলেও এবারও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার প্রায় ১১ভাগ বেশী। এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলে ছেলেদের পাশের হার মাত্র ৭৬.১৬% হলেও মেয়েদের কৃতকার্যের হার ৮৭.১৮ ভাগ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সারা দেশের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পরে দক্ষিণাঞ্চলের ৪২টি উপজেলার ৩৩১টি কলেজ এবং স্কুল এন্ড কলেজে যথেষ্ট উচ্ছসিত ছিল সাধারন ছাত্র-ছাত্রীরা। তবে অনুত্তীর্ণদের চাপা কান্নাও দৃষ্টি এড়ায়নি। এবারো বরিশাল ক্যাডেট কলেজের সব ছাত্র জিপিএ-৫ নিয়েই উত্তীর্ণ হয়ে অতীত ঐতিহ্য অক্ষুন্ন রেখেছে।
এবার বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ছোট জেলা ঝালকাঠী পাশের হারে শীর্ষে ৮৫.৯৫%। বিভাগীয় সদর বরিশালের অবস্থান তৃতীয়। পাশের হার ৮৩.৯৪%। ৮৪.৩৬% পাশের হারে দ্বীপজেলা ভোলার অবস্থান দ্বিতীয়। ৮২.৯৪% পাশের হারে পিরোজপুর ৪র্থ, বরগুনা জেলায় ৭৯.০২% পাশের হারে অবস্থান ৫ম। আর সর্বনিম্ন অবস্থানে পটুয়াখালীর পাশের হার ৭৪.৮২ ।
এবারের উচ্চ মাধ্যমিকে বরিশাল শিক্ষা বোর্ডের মাত্র ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হলেও তার ৫টি বরিশালে, ৪টি ভোলায়, ৩টি পটুয়াখালীতে এবং বরগুনা ও পিরোজপুরে ১টি করে।
তবে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়া ছাত্রÑছাত্রীর সংখ্যা গত বছরের চেয়ে মাত্র ১৭৪ বৃদ্ধি পেলেও তা ২০২২ সনের তুলনায় ৩ হাজার ২১৯ কম। এমনকি জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা অর্ধেকেরও নিচে। এ শিক্ষা বোর্ডে বিভিন্ন বিভাগে ২ হাজার ৮০৪ ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও ছেলেদের ঘরে তা মাত্র ১ হাজার ৩৬৩। এমনকি এবারের ফলাফলে বিজ্ঞান বিভাগে মেয়েদের পাশের হার এযাবতকালের সর্বোচ্চ ৯২.৮৯% হলেও এই বিভাগে ছেলেদের পাশের হার ৯২.০৮%। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৭৭.২০%-এর মধ্যে মেয়েদের উত্তীর্ণের হার ৮৩.৪০% হলেও ছেলেদের পাশের হার মাত্র ৭৩.৫১%। মানবিক বিভাগেও মেয়েদের পাশের হার ৮৫.৭৯% এর বিপরীতে ছেলেরা পাশ করেছে মাত্র ৭১.৫২%।
অপরদিকে, বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসিতেও জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ ৪ হাজার ১৬৭ ছাত্রÑছাত্রীর মধ্যে সাফল্য হারে বিজ্ঞান বিভাগই এগিয়ে। এ বিভাগে ১ হাজার ৩৪৩ ছাত্রী জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হলেও ছেলেদের প্রাপ্তি মাত্র ৯৪৯ জন। মানবিক বিভাগে ১ হাজার ৫৮২ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হলেও মাত্র ৩০১ ছাত্র এ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। ১ হাজার ২৮১ ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে মাত্র ২৯৩ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ লাভ করেলেও এরমধ্যে ছাত্র ১১৩ এবং ১৮০ ছাত্রী ।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার মধ্যে এবার শূন্য পাশের হারের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। অপরদিকে এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরিক্ষায় ৬হাজার ৭১৪ ছাত্র-ছাত্রীর মধ্যে ১ হাজার ২৭ জন অংশ গ্রহনই করেনি।
এবারের এইচএসসি পরিক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৪-৫ গ্রেডে উত্তীর্ণের সংখ্যাই সর্বোচ্চ ১৯ হাজার ১৯০ জন। দ্বিতীয় সর্বাধিক জিপিএ ৩.৫-৫ গ্রেডে উন্নীত হয়েছে ১৩ হাজার ১৫৭। ৩-৩.৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১০হাজার ৩৪৯ এবং সর্বনিম্ন ১-২ গ্রেডে সর্বনিম্ন সংখ্যক মাত্র ২৩৯ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরিক্ষার ফলাফল ঘোষণার পর থেকে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রায় সব মিষ্টির দোকানই ফাঁকা হতে শুরু করে। দুপুরের পরে কোন দোকানেই আর মিষ্টি পাওয়া যায়নি। এ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছাত্র-ছাত্রীদের আনন্দ উচ্ছাসের পাশাপাশি অকৃতকার্যদের হতাশার আর্তনাদও শোনা গেছে।