সংবাদ শিরোনাম ::
বদলগাছীতে বিএনপির উঠান বৈঠক
মির্জা তুষার আহমেদ,নওগাঁ
- সংবাদ প্রকাশের সময় : ০২:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলায় বিএনপির আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধরে রাখতে উঠান বৈঠক হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠক হয়। সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজ্জাকুল হায়দার বেলালের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সোহেল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, শেরপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাহাবুল হোসেন সাবুসহ ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত বিএনপির সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।