‘বঙ্গবন্ধু কন্যার লড়াইয়ের গল্প বিশ্বের কাছে তুলে ধরাই অঙ্গীকার’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াইয়ের গল্প গোটা বিশ্বের কাছে তুলে ধরাই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার হওয়া উচিত ।
রোববার (১৯ মে) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লড়াইয়ের ইতিহাস, ত্যাগের ইতিহাস, প্রতিকূল পরিবেশে লড়াই করে বিজয়ী হওয়ার ইতিহাস গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। না হলে আমরা ব্যর্থ হয়ে যাবো। আমরা অঙ্গীকার করতে চাই গোটা বিশ্বের কাছে বঙ্গবন্ধু কন্যার লড়াইয়ের গল্প আমরা তুলে ধরবো। আবার পুনরায় জাগরণের গল্প আমরা তুলে ধরবো।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যায়ের সাথে কোন আপোষ না করে, অন্যায়ের কাছে পরাজিত না হয়ে, বরং অন্যায়কে মোকাবিলা করে শত প্রতিকূলতার মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইয়ের শিক্ষা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়া প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যার জীবনে বাস্তব ঘটনাগুলো গল্পকেও হার মানায়।