সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন তিন সচিব। শনিবার (২২ জুন) দুপুরে তারা জাতির জনকের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
সচিব বৃন্দ হলো- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ মোস্তাফিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামিমুল হক ছিদ্দিকী।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সহ ডাক বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।