ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফোর জি সেবা চালু! বন্ধ থাকবে ফেসবুক, টিকটক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকিার চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে ফোর জি সেবা। রোববার (২৮) বিকেল ৩টা থেকে সারা দেশে এই সেবা চালু হলো।

তবে এখই চালু হচ্ছে না ফেসবুক। এমনকি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। এর আগে রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংকালে বিকেলে ৩টার দিকে মোবাইলের ফোর জি সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তলব করা হয়েছে।
তাদের ৩ দিন সময় দেওয়া হয়েছে। আগামী বুধবারের (৩১ জুলাই) মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে হবে।

আপাতত ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক বন্ধ থাকবে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, তাদের কাছে বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যে ব্যাখ্যা চেয়েছে। তা স্পষ্ট করে না দেয়া পর্যন্ত বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম খুলে দেওয়া হবে না।

এর আগে সকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের ৪টি মোবাইল অপারেটর কোম্পানি, ৪টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। ৫ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোর জি সেবা চালু! বন্ধ থাকবে ফেসবুক, টিকটক

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

সরকিার চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে ফোর জি সেবা। রোববার (২৮) বিকেল ৩টা থেকে সারা দেশে এই সেবা চালু হলো।

তবে এখই চালু হচ্ছে না ফেসবুক। এমনকি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। এর আগে রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংকালে বিকেলে ৩টার দিকে মোবাইলের ফোর জি সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তলব করা হয়েছে।
তাদের ৩ দিন সময় দেওয়া হয়েছে। আগামী বুধবারের (৩১ জুলাই) মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে হবে।

আপাতত ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক বন্ধ থাকবে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, তাদের কাছে বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যে ব্যাখ্যা চেয়েছে। তা স্পষ্ট করে না দেয়া পর্যন্ত বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম খুলে দেওয়া হবে না।

এর আগে সকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের ৪টি মোবাইল অপারেটর কোম্পানি, ৪টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। ৫ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।