ফুলবাড়ী প্রেসক্লাবের মেঝে ঢালাই কাজ উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার ফুলবাড়ী প্রেসক্লাবের জায়গা-অনুদান দিয়ে, ঘর করে সে ঘরের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে ফুলবাড়ী প্রেসক্লাবের নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মুক্তার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোকাররম হোসেন, আওয়ামী লীগ নেতা মানিক সরকার, সদস্য লিটন সরকারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পাঠ করেন।