ফুলছড়িতে সহকারি শিক্ষকদের মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানববন্ধনে বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। সেই সাথে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকরাা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সহকারি শিক্ষক নাজিম উদ্দিন, রোস্তম আলী, আঞ্জুয়ারা বেগম, একেএম শামসুজ্জোহা রঞ্জু, মমিনুর রহমান হাউলিদার, স্বাধীন মিয়া, শিপুল মিয়া, তৌহিদা রতনা প্রমুখ।