ফুলবাড়ীতে চেয়ারম্যান হলেন মিল্টন, ভাইস চেয়ারম্যান পদে দুই নতুন মুখ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৫৭৬৬২ ভোট পেয়েিনির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ জুন) রাত ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ এসেছে মামুনুর রশিদ মুহুরী। তিনি তালা প্রতীকে ৩০০৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ ফুটবল প্রতীকের শিউলী রানী রায় ৩৭৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ‘বাংলা টাইমস’কে বলেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন আটজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,১১৭ জন পুলিশ, তিন প্লাটুন র্যাব, ৯২০ জন আনছার, তিন প্লাটুন বিজিবি সদস্য,প্রশাসনের এস্ট্রাইকিং ফোর্স ।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ৬৩ টি ভোট কেন্দ্রর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভোটারের সংখ্যা এক লাখ ৫২ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৬২৭৩ জন। আর মহিলা ভোটার ৭৬ হাজার ২০৪ জন এবং একজন ভোটার তৃতীয় লিঙ্গের ছিলেন ।