তানোর উপজেলা শাখা
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আয়েশ, সম্পাদক মতিউল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাচনে আয়েশ উদ্দিন স্বপন সভাপতি ও মতিউল ইসলাম শিশির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ সেপ্টেম্বর (শনিবার) মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শামসুল ইসলাম ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আহবানে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ্যাডহক কমিটির নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও গোপন ব্যালটের মাধ্যমে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কুন্দাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশ উদ্দিন আহম্মেদ স্বপন ও প্রকাশনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রতিদ্বদ্বীতা করে বিজয়ী অর্জন করেন স্বপন। সাধারণ সম্পাদক পদে মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশিরের সাথে প্রতিদ্বদ্বিতা করেন নারায়নপুর দ্বিতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম। বিজয়ী হন শিশির।